বাসায় সাদা কালো টিভি ছিলো তখন,বিজ্ঞাপন আর নাটকে কে কোন রঙয়ের পোশাক পরলো সেটা কল্পনা করতাম আমরা মাঝে মাঝে। তবে এই কল্পনায় বিরক্তি ছিলোনা এতোটুকুও, উপরন্তু সাদা কালো টিভিতেই সময়টা রঙিন ছিলো তখন।