ছুটতে থাকা জীবন থেকে শীতের সেই রঙিন বিকেলগুলো হুট করেই যেনো হারিয়ে গেছে । খেলার জন্য কেউ এখন আর ডাকতে আসে না , বিকেলের ধুলো গায়ে মেখে এখন আর ঘরে ও ফেরা হয়না । বছর ঘুরে শীত আসে ঠিকই তবে আমাদের শীত গুলো আর আসে না ।