দূর আকাশে প্লেন উড়ে গেলে সেটাকে রকেট ভাবতাম আমরা । রকেটের সেই সাদা ধোঁয়ার দিকে তাকিয়ে থাকতাম অনেকক্ষণ। “ওটা রকেট নয় প্লেন” এই ভুলটা যেদিন ভাঙলো সেদিনই আমরা বড় হয়ে গেলাম, রঙিন শৈশব শুধু স্মৃতিতেই রয়ে গেলো ।