সন্ধ্যার পর ইলেক্ট্রিসিটি চলে গেলে চারপাশটা তখন অন্ধকার হয়ে যেতো । তবে সেই অন্ধকারটা কেই সবচাইতে বেশি রঙিন মনে হতো তখন। একটু পরেই যে পাড়ার সবাই উঠানে নামবে , জমিয়ে আড্ডা হবে । ঘণ্টার পর ঘণ্টা চলবে সেই আড্ডা । শব্দে শব্দে মুখর হবে পুরো এলাকা ।