শীতের সন্ধ্যা গুলো তখন নামতো রাজ্যের সব আনন্দ নিয়ে । নির্ভেজাল আড্ডা , কোলাহল আর হাজার শব্দে মুখরিত হতো পাড়ার ছোট গলিগুলো । রোমাঞ্চকর রঙিন সেই সন্ধ্যা গুলো এখন শুধুই স্মৃতি তে ।