দিনের পর দিন অপেক্ষা করার পর স্বামীর চিঠিটা যখন হাতে আসতো , তখন সাদা কালো সেই চিঠিটা কেই দুনিয়ার সবচাইতে রঙিন জিনিস মনে হতো বধূর।